১.
নেশায় আর কতোটুকুই বা পুড়ে
কী এমন করে মাতাল-
বড়জোড় চোখ দুটি লাল
তোমার প্রেমের নেশায় আমি পুরোটাই বেসামাল!
২.
খুব ভয় হয়
লোকে যদি কয়
কি তোমার পরিচয়?
-তুমি কি বলবে তবে সে আমার প্রিয়জন আর কেউ নয়।
৩.
যদি ভুলে যেতে বলো –
আমি আকাশ ভুলে যাব, ভুলে যাব নদী
বুকের জমিনে গড়বো তোমায় বয়ে যাবে নিরবধি।
৪.
সেই কবে হারিয়েছ, হয়েছো নিখোঁজ
তবু তো মনে রাখি খোঁজ নিই রোজ।
৫.
তোমার পোস্টাল অ্যাড্রেস নেই বলেই
নীল খামের রঙিন চিঠিটা আজ প্রাপকহীন, বেওয়ারিশ
তবুওমাঝেমধ্যে চিঠি লিখি মহাসমুদ্রের নীলাভ ঠিকানায়।
৬.
কিছু লোক অভিমানের অভিনয় করে আমাদের আড়ালে ভালোবাসে!
যারা অভিমান করে তারা সত্যি ভালোবাসে।
আমরা ভালোবাসায় ভুলগুলোই কেবল মনে রাখি
ভুলে যাই ভালোবাসাগুলো।
৭.
চলেই যদি যাবে তবে এসময়েই যাও
কেনো পিছু ফিরে চাও-
মিছে মায়া বাড়াও
যাবেই যদি তবে কেনো মায়া রেখে যাও
৮.
তোর চুলের ঘ্রাণ আমাকে ঘর ছাড়া করে প্রতি রাতে
হাত বাড়িয়ে আমি যাই হারিয়ে মিশে যাই তোরই সাথে।
৯.
শার্টের বোতাম খুলে দেখেছো কখনো ?
দেখতে ব্যাথার বিশাল পাহাড় তুমি হীনতায় মরুভূমি
অনাবাদি বুকের জমিন বৃষ্টিহীন বিরানপ্রান্তর খাঁ খাঁ রোদ্দুর।
১০.
বৃষ্টিতে শুধু ভিজতে নয়,ভিজাতেও ইচ্ছে হয়
মেঘলা দিনে চাই -কেউ যেনো পাশে রয়
গুনগুন করে চারপাশে কানে কানে যেন কিছু কয়।