• আকাশের চোখ
সন্ধ্যে নামলে
ডিঙি নৌকা সহ হাওরের
জল অন্ধ হয়ে যায়।অন্ধ হয় না
কেবল-মাঝির বাউল কন্ঠ, পাখি।
তারাভরা রাতের ঘ্রাণে
আকাশের চোখে
আলো ফিরে আসে।
• দুই যুগের শ্রেষ্ঠ উপহার
যৌবনে জেনেছি
সময় নয়; মানুষের বয়স বাড়ায়
পাপ ও প্রতারণা।
তুমি পাশে আসার পর পাল্টে গেছে
আমার চিন্তার রঙ। অনিদ্রার গান।হতাশার হলুদ নদী।
এখন সুখ
ভীষণ সহজলভ্য। বালিশের পাশে যাবতীয় শুশ্রূষা।
তোমার লাবণ্যের ঘাম এমনকি
ভুল বানানের একেকটি ম্যাসেজে
বিনা চেষ্টায়
বিনা চেষ্টায় আমি মরে যাই বারবার।
তোমার অদক্ষ নেশা হাতে এঁকেছ আমায়
তবু মন মনে নিল-
এ আমার দুই যুগের শ্রেষ্ঠ উপহার।
• মাটির মশারি
সবাই বলছে বারবার হাত পরিষ্কার করলে
আমি বেঁচে থাকবো। ঘর থেকে বের না হলে
করনো আমাকে ছুঁতে পারবে না। করোনা ছুতে
না পারলে মৃত্যুও না।
আজীবন বেঁচে থাকবার উদ্দেশ্যে কয়েকশো বার হাত
পরিষ্কার করে,বাড়তি সতর্কতা স্বরুপ আমি মশারির ভেতর ঢুকে পড়লাম। কেবল মশা পোকামাকড় কিংবা
করোনা নয়, আমার মশারিতে মৃত্যুও ঢুকতে পারবে না।
মাটির মশারিতে আমি আজীবন বেঁচে থাকবো।
• গোরস্তানের ঘাস
মাছি
আমার শরীর থেকে সরে
দাঁড়াও। আমি মৃত নই।
আমি মৃত মানুষের বুকে
জন্ম নেয়া গোরস্তানের ঘাস!