কারো কারো জীবনে এমন কিছু গল্প থাকে যেটার শিরোনাম থাকেনা। গল্প জুড়ে যে থাকে প্রধান চরিত্র হয়ে বাস্তবতায় তাকে খুঁজে পাওয়া বড়ই কঠিন।
আজ হয়তো ফিজিক্যালি অ্যাক্টিভ বলেই সম্পর্কে হাবুডুবু খাচ্ছেন।
হয়তো ভাবতেছেন
সে বা আপনি কেউ কাউকে ছেড়ে যাবেন না?
আমি আপনারা সবাই দেখেছি বিয়ের পরও সংসার ভেঙে যেতে, আলাদা হতে, ডিভোর্স হতে! “?
জানেন তো আত্মাকে বঞ্চিত করে কেবল দেহের সুখকেই শান্তি বলে না!
সযত্নে কারো লালিত স্বপ্নকে পায়ে ঠেলে গুড়ো করে দিয়েছেন??
একটু সময় করে খোলা আসমানের দিকে তাকিয়ে চোখদুটো বন্ধ করে ভেবে নিয়েন তার ভেতরের যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে!
প্রকৃতি হয়তো আপনাকে কিছু সময়ের জন্য ছাড় দিবে কিন্তু ছেড়ে দেবে না কখনোই।
মানুষের দীর্ঘশ্বাস খুব ই খারাপ, সামনে এগুতে গেলে শিকলের মতো পায়ে বেঁধে যাবে। না পারবেন সে বাঁধন খুলতে, না পারবেন সে জ্বালায় নিজেকে দহন করতে।
ভালো থাকুক, প্রতিটা মানুষ
কাছের, দুরের, ভালোবাসার কিংবা ঘৃণার ভালো থাকুক সবাই।