কিছু কিছু অদ্ভুত প্রশ্নের উত্তরে নির্দ্বিধায় আমার নাম বলে দিতে পারো!
দ্যাখবে অদৃশ্য ফল পাচ্ছো।
কিছু কিছু অযৌক্তিক আচরণের পেছনটায় মাথা উঁচিয়ে আমার বদনাম করতে পারো!
দ্যাখবে এতটুকু হলেও প্রশান্তি পাচ্ছো।
কিছু কিছু অপেক্ষার প্রারম্ভে কোনকিছু না ভেবেই আমায় নিয়ে অভিমান করতে পারো!
দ্যাখবে বিষম সুখ অনুভব করছো।
কিছু কিছু না বলা অনুভূতির বিনিময় কালে আমায় ভাবতে পারো!
দেখবে অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছো।
কিছু কিছু সম্পর্কের বিচ্ছেদ মুখে
আমার ভালোবাসার কথা স্মরণ করতে পারো!
দেখবে পূনরায় হৃদয়ের ঘুমন্ত প্রেম উপলব্ধি করছো।
কিছু কিছু উদ্ভট প্রচারণার উদ্বোধন কালে
আমার সীমাহীন পথচলার খেয়াল ধ্যান করতে পারো!
দেখবে তুমিও নিঃশব্দে হাটতে পারছো।
কিছু কিছু অপ্রত্যাশিত দুর্ঘটনার পরপরই
আমায় ভেবে দু’ফোঁটা স্বচ্ছ জল ঝরাতে পারো!
দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে পড়ছো।
কিছু কিছু হারানো সন্ধ্যার মায়ায় পড়লে
আমার একান্ত উপস্থিতি উপলব্ধি করো!
দেখবে তুমি ভালোবাসার জালে আটকে গেছো।
কিছু কিছু অমাবস্যার অশুভ চন্দ্র দহন—
তুমি নিজের স্মৃতিতেই রেখে দিও!
যেনো ভুল করে হলেও বলতে পারি…
আমি এখনো আছি প্রিয়!