Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

নোবিপ্রবির মিউজিক সংগঠন ধ্রুপদের নেতৃত্বে সিদ্দিক-সজীব

অঙ্কন ডেস্ক / ৪৪ বার
আপডেট সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

রিয়াদুল ইসলাম,নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) মিউজিক ভিত্তিক সংগঠন ধ্রুপদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৫ই মার্চ) নোবিপ্রবির সংগীতপ্রিয় শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ কমিটির সভাপতি করা হয়েছে অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিকীকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীবকে।

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট ও ইনফরমেশন সিস্টেমের(এম আই এস) সহকারী অধ্যাপক তন্ময় দে অপু।

প্রকাশিত এ কমিটিকে মোট পাঁচটি উইংয়ে ভাগ করা হয়েছে।

পারফরম্যান্স উইং:

তারেকুজ্জান রিয়াদ(সহ-সভাপতি) শংকর বড়াই(যুগ্ন সাধারণ সম্পাদক) খাইয়ার আহমেদ(যুগ্ন সাধারণ সম্পাদক) নউশাদ মাহমুদ(যুগ্ন সাধারণ সম্পাদক)

অরগাইজিং উইং:

রপ্তক নন্দী(সহ-সভাপতি), মো.শাহরিয়ার রহমান(যুগ্ন সাধারণ সম্পাদক) কাজী মোহাম্মদ ইউনূস তানিম(যুগ্ন সাধারণ সম্পাদক)
জান্নাতুল ফেরদৌস(যুগ্ন সাধারণ সম্পাদক)

ডকুমেন্টেশন উইং:
তাহমিদ চৌধুরি(সহ-সভাপতি) মো.জাহিদ হাসান(যুগ্ন সাধারণ সম্পাদক) রবিউল হাসান(যুগ্ন সাধারণ সম্পাদক)

ফিন্যান্স উইং:

ইমরান ইবনে জাকির(সহ-সভাপতি) ফয়সাল আহমেদ(যুগ্ন সাধারণ সম্পাদক) ইমরান হোসাইন(যুগ্ন সাধারণ সম্পাদক) ফারহানাজ্জামান রাকিন(যুগ্ন সাধারণ সম্পাদক)

পাবলিক রিলেশন:

আসিফ হক(সহ-সভাপতি),শাহনাজ আক্তার(যুগ্ন-সাধারন সম্পাদক) নাদিয়া আঞ্জুম(যুগ্ন সাধারণ সম্পাদক)

বিভিন্ন উইংয়ে এছাড়াও মোট ১৮ জন কার্যনির্বাহী সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ধ্রুপদের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, নোবিপ্রবি ক্যাম্পাসে সংগীতকে সুদূর প্রসারী করতেই তাদের যাত্রা।অতীতের ন্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখবেন ও ক্যাম্পাসে একটি মিউজিক স্কুল করার পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।

উল্লেখ্য,ধ্রুপদ ২০১৯ সালে প্রতিষ্ঠিত একটি সংগঠন।১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নিয়ে দীর্ঘ দুইবছর এর কার্যক্রম চলমান ছিলো।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com