মরে যেতে যেতে-প্রেমিকার চোখে
বাঁচার আশা দ্যাখে-প্রেমিকার ঠোঁটে মুখে ।
নদীর মত বয়ে চলা দুঃখ বিষাদ
চুমুতে মৃত্যুঞ্জয়ী;জাগায় অমৃত স্বাদ ।
দন্ডিত পুরুষ-পৌরুষত্বের আশায়
এক চিলতে প্রেম আসে প্রেয়সীর দরজায় ।
অতঃপর
কম্পিত বুকে খোজে নির্ভরতার আশ্রয়
বুক পকেটে রেখে প্রেম পরশের পালক
য্যান কামার্ত পিপাসার্ত ক্ষুধার্ত বালক !
প্রেমিকার চোখে মরে যায় প্রেমিক
স্বপ্নালু চোখে বাঁচে ঘোরে দিগ্বিদিক ।