Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

আরমান আহম্মেদ সজীব’র কবিতা “শিক্ষা”

অঙ্কন ডেস্ক / ৬৫ বার
আপডেট সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

নব্য,
হাতে তুলে নাও কলম, ভাঙ্গো বাঁধার দ্বার।
এগিয়ে যাও দূর্বার গতিতে,
কড়ানাড়ো সভ্যতার।
সফলতা! সে তো দূরে নয়,
হাত বারালেই ছুই।
নিজ নিজ জায়গা হতে উচ্চ করো শিড়।
আজ সমাজের প্রয়োজন খুব-
শিক্ষিত সভ্য জাতির।
শিক্ষা! সে তো দূর্লোভ নয়,
নয়তো সীমিত স্বপন নিন্দ্রার,
শিক্ষাই পারে গড়তে সমাজ,
শান্তি,সমৃদ্ধি,সফলতার।
শিক্ষার আলোয় আলোকিত করো–
অসভ্য-বিবেকহীন সমাজকে
উপহার দাও শিক্ষিত সমাজ
নবীন,প্রবীন জাতিকে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com