নব্য,
হাতে তুলে নাও কলম, ভাঙ্গো বাঁধার দ্বার।
এগিয়ে যাও দূর্বার গতিতে,
কড়ানাড়ো সভ্যতার।
সফলতা! সে তো দূরে নয়,
হাত বারালেই ছুই।
নিজ নিজ জায়গা হতে উচ্চ করো শিড়।
আজ সমাজের প্রয়োজন খুব-
শিক্ষিত সভ্য জাতির।
শিক্ষা! সে তো দূর্লোভ নয়,
নয়তো সীমিত স্বপন নিন্দ্রার,
শিক্ষাই পারে গড়তে সমাজ,
শান্তি,সমৃদ্ধি,সফলতার।
শিক্ষার আলোয় আলোকিত করো–
অসভ্য-বিবেকহীন সমাজকে
উপহার দাও শিক্ষিত সমাজ
নবীন,প্রবীন জাতিকে।