তুমি এসেছিলে বলে, হে জাতির পিতা
গরীব ছেলেটি বৃষ্টিতে ভিজেনি।
তুমি এসেছিলে বলে হে জাতির পিতা
পথের ধারের বৃদ্ধা শীতে কাপেনি।
তুমি এসেছিলে বলে হে বঙ্গবন্ধু,
প্রতিবাদী হয়েছে বাঙ্গালী জনতা।
তুমি এসেছিলে বলে হে বঙ্গবন্ধু,
বাঙালী পেয়েছে স্বাধীনতা।
তুমি এসেছিলে বলে,
সকল জুলুম পুড়ে হয়েছে আঙ্গার!
তুমি এসেছিলে বলে,
গর্বে বুক ফুলে উঠেছিলো বাংলার,
তোমার মতো জাতির জনক-
থাকে যেনো দেশে-দেশে।
সবাই যেনো তোমার মতোই,
দেশকে ভালোবাসে।