৫২ই যারা উৎস্বর্গ করেছে
বুকের তাজা রক্ত, প্রাণ,
তারাই এনেছে মোদের মাতৃভাষা
২১শের রেখেছে মান।
একুশ মানে, রক্তে লেখা
অ, আ, ক, খ ,,
একুশ মানে, মায়ের মুখে
বাংলা ভাষার শব্দ I
একুশ মানে, ভাষার জন্য
জীবন ত্যাগের কাব্য,
একুশ মানে, রক্তের নদীতে
রফিক জব্বারের স্রাধ্য ।
একুশ মানে ,প্রভাত মিছিলের
হাজারও ফুলের বন্যা
একুশ মানে বিষাদগীতিতে
শত মানবের কান্না।
একুশ মানে ,মায়ের মুখে
শিশুর মধুর হাড়ী,
একুশ মানে ,ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারিI