আমি লিখবো!
একদিন এই শক্ত হাতে কলম আটকে লিখবো।
আমি লিখবো!
“সৌরভের কাছে পরাজিত” এক “গন্ধ বনিকের” আত্মকথন।
আমি লিখবো!
একদিন বৃষ্টিস্নাত ভোরে বেলকুনিতে হেলান দিয়ে লিখবো।
আমি লিখবো!
“যে গল্পের শেষ নেই শুরুও ছিলো না”
আমি লিখবো!
পাখি আর ফুলেদের বিষাদ ছড়ানো শোকের কথামালা লিখবো।
আমি লিখবো!
“পানকৌড়ির রক্ত” আর “ছায়ায় ঢাকা মায়ার পাহাড়ের” বিশুদ্ধতা!
আমি লিখবো!
একদিন অনন্ত অমলিন আলোকিত তারকারাজির চোখে চোখ রেখে লিখবো।
আমি লিখবো!
“ময়ূরীর মুখে” উপমহাদেশ”
আমি লিখবো!
“না কোনো শূণ্যতা মানিনা” কিংবা “নদীর ভেতরে নদীই বেশ।
আমি লিখবো!
আমি সবশেষে ইহাই কেবল লিখবো…
“ত্রিশেরা” যেনো “পাখির কাছে ফুলের কাছে” আল-মাহমুদ এর কথা শুনে,
তাকে উপলব্ধি করে,
জীবন সাজায়—আত্মবিশ্বাস আর নৈতিকতার গুণে।|