Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

ডিসেম্বরের প্রেমিকা ─ খালিদ রায়হান

অঙ্কন ডেস্ক / ২০২ বার
আপডেট সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

আত্মহননে গড়া মনের আলখাল্লা যত
প্রজন্মান্তরে সঞ্চালিত হোক ভীমরুলের হুলের মত।

সম্মিলিত সামরিক কাকনদ্বয়ের শপথ,
পিছুটান মুছে দিয়ে পেরুতে পারেনা মহাকালের পথ।

দাম্ভিকতায় শতভাগ মুছে যাচ্ছে নির্মল নৈতিকতা!
নিকোটিনে পরিশ্রান্ত হৃদয়-শহরের বৈচিত্র্যতা।

কালের অসীম সীমানায় বদ্ধ বক্ষস্থলের যত আছে গ্লানি,
গুমরে কেঁদেছি কতকাল ধরে—হে মোর অভিমানী।

বিরহ ব্যথায় অচেতন ছিলাম পূর্ণ হয়নি আশা,
আমি ভুলে যাই—মুছে দেই না তুবও ভালোবাসা।

অবিশ্বাস আর অভিশাপে নিষিদ্ধ হয় আর্তনাদ,
এক চোখে প্রণয় আমার—অন্য চোখে প্রতিবাদ।

মৃত্যু ভাসে নিষিদ্ধ মনে-বৃহস্পতির শেষ বেলায়,
ডিসেম্বরের প্রেমিকার মায়ায় এ মন ভাসে হেলায়।।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com