অন্তহীন বিষণ্নতার জালে বশ হয়ে
ক্রমশ অবশ হয় আমার তাবৎ শরীর,
হিম চোখে,নাসিকা এবং মুখে
মলিনতার ছাপ ঢের প্রস্ফুটিত।
তবু এই মাঘের রাতে,নিগূঢ় ঘুম ফুরায়
ভোরের স্নিগ্ধ কুয়াশার টুপ্-টুপ্ শব্দে।
বিস্মিত হই,কখনো বাকরুদ্ধ হই না
প্রভাতের রঙিন সাজে আমি সজ্জিত।
তাই শিশিরের আর্দ্রতা গায়ে মাখতে যে,ভালোবাসি
চোখের উপরে পাখিদের মৃদু কলরব
বিমোচিত হয়ে তাই শুনি!
আক্ষেপ নেই বিষণ্নতা বা যাতনার
এই বাংলার সাজে আমি সজ্জিত
আমি বাঙালি মুসলিম গর্বিত।