Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

নাসরিন জাহান মাধুরী’র একগুচ্ছ কবিতা

অঙ্কন ডেস্ক / ১৬৫ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

বুমেরাং

আমার ছোঁড়া তীর ফিরে এসে
বারবার আমাকেই ঘায়েল করে।
আমার তীব্র ঘৃণার চাহনি যেন
ফিরে এসে আমাকেই পুড়িয়ে যায়।
আমার নৈশব্দের বেড়াজাল
আমাকেই জড়িয়ে ধরে রাখে সারা বেলা।
আমার উচ্চারিত প্রতিটি শব্দে
আমিই আহত হই বারবার।
সব যেন বুমেরাং
ফিরে আসে ঘায়েল করে।
শুধু ভালোবাসার বুমেরাং হয় না।
এতো ভালোবাসি!
বুমেরাং হয়ে ভালোবাসা ফিরে আসে না।

 

তিন রাস্তার মোড়

তিন রাস্তার মোড়ে শুয়েছিলে পরম নিশ্চিন্তে ঘুমের ভঙ্গিতে,
যেন শুয়ে আছো নরম কোমল বিছানায়।
শুধু হেলমেটটা বেমানান ছিল ঐ ভঙ্গিটার সাথে,
পাশে শুয়ে থাকা বাইকটাও মানাচ্ছিল না,
অঝোর ধারায় বৃষ্টি ভাসিয়ে নিচ্ছে তোমায়,
তাতে তোমার কিছু যায় আসে না, এতই গভীর ঘুমে নিমগ্ন তুমি।
ক্ষীণ একটা লাল স্রোতধারা বয়ে যাচ্ছে তোমার গা বেয়ে,
মিশে যাচ্ছে বৃষ্টির ধারার সাথে।
পাশ কেটে চলে গেল আমার বাহন আমার গন্তব্য পথে।
শুধু এক ঝলক দেখেছি দৃশ্যটা, দ্বিতীয় বার তাকানোর মত
মানসিক শক্তি আমার ছিল না।
তারপর, ফিরতি পথে বৃষ্টি থেমে গেছে, ঝকঝকে রোদ।
সেই তিন রাস্তার মোড়, তুমি নেই সেখানে।
জানা হলো না তুমি কার সন্তান,
কার প্রেমিক কিংবা স্বামী,
কার বাবা কিংবা ভাই।
কোথায় নিলে অন্তিম শয্যা? শ্মশানে না কবরে?
আজো তুমি শুয়ে আছো তিন রাস্তার মোড়ে পরম নিশ্চিন্তে ।

 

বুনোহাঁস

এক ঝাঁক বুনোহাঁস সোনালি কালোয় মিশেল
দলবেঁধে ঝাঁপ দিলো পুকুরে
অবাধে সাঁতরে যাচ্ছে এপার থেকে ওপারে
জলে ঢেউয়ের কাঁপন।
ডুব সাঁতারে চলে যায় অতলে।
তুলে আনে জীবনের আস্বাদন।

মনের সহস্র বুনোহাঁস ঝাঁপ দেয় কারো
হৃদয় পুকুরে
অবাধে সাঁতার কাটে এপারে ওপারে
কাঁপন জাগে হৃদপুকুরে
বার বার ডুব দেয়
প্রতিবারে তুলে আনে হৃদয়ের অতল থেকে
ভালোবাসার মণিমুক্তা
রাখে তারে আদরে যতনে
জীবনের আস্বাদন।

 

 

 


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com