এখনো কি রোজ আগের মতোই
আমায় ভেবে রাত্রি জাগো?
কল্পনাতে আঁধার মাঝে
আমায় দেখে শিউরে উঠো?
তুমিও কি রোজ স্বপ্ন সাজাও
ইচ্ছে ডানায় গল্প মাখো?
আনমনে গানের সুরে
আমায় ঘিরে থমকে থাকো?
এখনো কোন নিখোঁজ খবরে
আগের মতোই চমকে উঠো?
রোজ সকালে কাগজের ভাঁজে
আমার ছায়াই খুঁজে ফিরো?
আজও কি তুমি ছন্দ সাজাও
আমায় ভেবে কাব্য লিখো?
সেই পুরনো কাঁচের ফাঁকে
আমার নামেই আকাশ দেখো?
তুমিও কি আড়াল হতে
আমার মতোই ভালোবাসো?
অচেনা কোন অবয়বে
আমায় ভেবেই মুচকি হাসো?