অঙ্কন ডেস্কঃ
আনিসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মা’-এর শততম মুদ্রণ প্রকাশিত হয়েছে।২৫ ডিসেম্বর, ২০২০ ইং ভার্চুয়ালি এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে অনলাইনে যুক্ত থেকে উপস্থিত ছিলেন– প্রখ্যাত কথাসাহিত্যিক, লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, বাংলা একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ড. শামসুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ, সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ ও আনিসুল হক।
উক্ত অনুষ্ঠানে ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘এই বইটি ভালো লাগার পেছনে কারণ হচ্ছে এটি মুক্তিযুদ্ধের বই। আমার লেখায় সব জায়গায় আমি নতুন প্রজন্মকে বলার চেষ্টা করেছি মুক্তিযুদ্ধের কথা। কারণ আমি মনে করি, তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের ব্যাপারটি জানে, তাহলে সত্যিকার অর্থে দেশটিকে ভালোবাসবে।’
এ অনুষ্ঠানে শামসুজ্জামান খান বলেন, ‘আমার স্ত্রীর অনেক প্রিয় বই এটি। তিনি অনেকবার পড়েছেন এবং আমাকে বলেছেন, “এই বই পড়া শুরু করলে ছাড়তে পারি না।” বলা চলে, আনিসের “মা” উপন্যাসটি আমাদের মুক্তিযুদ্ধের একটি বড় ন্যারেটিভ। তিনি জানেন, কোন জায়গায় লেখায় হিট করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে আর কোনও লেখক এতটা ফিল্ডওয়ার্ক করে লেখেননি।’
আনিসুল হক বলেন, ‘১০০তম মুদ্রণ খুব একটা বড় কথা নয়, এটা আমার নিজের ধারণা। আরও অনেক বই অনেক বিক্রি হয়েছে। কেউ হয়তো হিসাব রাখেনি, আর আমাদের প্রকাশকদের হিসাব না রাখতে পারলে বোধ হয় একটু সুবিধা হয়। “মা” বইটি আসলে শহীদ আজাদ তার বুকের রক্ত দিয়ে এবং মা তার অশ্রু দিয়ে লিখেছেন। আমি শুধু একটা মাধ্যম হিসেবে প্রকাশ করেছি।’
তথ্যসূত্রঃ বাংলা টিব্রিউন