একদিন নিঃশব্দে হারিয়ে যাবো,
তোমার যত্নে গড়া এই অবহেলার শহর ছেড়ে।
নিঃসঙ্গতা চারদিক থেকে ঘিরে ধরেছে আমায়,
অভিযোগের পাহাড় জমে আছে,
ভারী হয়ে আসছে আমার নিশ্বাসের শব্দ।
আর নয়! এবার আমি মুক্তি চাই।
আমি ঠিক ততটা দূরত্বে চলে যেতে চাই
যেখানে নেই তুমি নামক কোন অস্তিত্ব।
মিশে যেতে চাই কোন দিগন্তের প্রান্তবিন্দুতে
যেখানে তোমার অবহেলা গুলো
আর আমায় স্পর্শ করতে পারবে না।
আমার ভালোবাসায় আর কোন দেয়াল থাকবে না।
অভিমানের পাল্লাটা আর নাইবা ভারী করলাম!
দূর থেকে নাহয় দেখবো তোমার প্রাণবন্ত হাসি,
দুচোখের আলোর ঝলকানি!
আমি নাহয় হারিয়েই গেলাম!
রয়ে গেলাম তোমার অতীতের অন্তরালে।
তোমার এই রঙিন শহরের রঙের মেলায়,
আমি যে বড্ড বেমানান!