Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

কবিতা: প্রৌঢ় রমনী ─ মোবাইয়া জান্নাত মীম

অঙ্কন ডেস্ক / ১২২ বার
আপডেট সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

নিজের জীবনটা করতে পারে আত্মনিবেদন।
সহ্য করতে পারে,কত জ্বালা আর ব্যথার কথন। আগলে রাখে যেন দিয়ে ভালোবাসার রশ্মি ,
ও গো মোর প্রিয় প্রৌঢ় রমনী।

গড়তে চায়,যেন হয়, সুশীল ব্যক্তিবর্গ।
দেশের স্বার্থে নিজেকে করে উৎসর্গ।

সঙ্গ দোষে, আঘাত হানে।
সে কথা তিনি জানে।
কিছু মিছে মোহান্ধতা,
নিজেকে বানায় অন্ধতা।
তিনি শত বাঁধা দেয়; বলে, ফিরে আয়।
ইচ্ছে নেহাৎ, আমি কি তোর মন্দ চাই?
বন্ধু বলতে কিচ্ছু নয়।
সবই ক্ষনিকের অভিনয়।
আস্থা রাখিস নে, সব হিংস্র জানোয়ারের দল।
স্বার্থ ফুরালে অনায়াসে করবে নিস্ফল।
সময়ের সুযোগ কে করে হাত ছাড়া?
সদ্ব্যবহারের পরেই কড়া নাড়া।

শত্রু মিত্রের ভিরে,
পাষণ্ডতা যেন গ্রাস করে।
ঐ অবধি পৌঁছায় নি প্রবীণত্ব,
সমীচীন সদ্বিচারের সাধ্য।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com