ছেড়ে যদি চলেই যাবে তাহলে,
এত মায়ায় কেন জড়ালে?
ছেড়ে যদি দেবেই তাহলে,
এই হাতটি কেন ধরেছিলে?
আমি তো তোমার প্রেমিক হতে চাইনি
সারা জীবনের সাথী হতে চেয়েছি
তোমার এই প্রশ্নগুলোর জবাব
সত্যি নেই আমার কাছে।
ভেবে নিও আমি ভালোবাসার মানে বুঝতে পারিনি।
তাই তোমার ভালোবাসা আমার কাছে টাইম পাস ছিল।
নয় তো আমি ভালোবাসা নিয়ে গেমস খেলেছি।
শুধু জেনে নিও
নিখোঁজ হয়ে গেছি আমি,
কোনো অজানা দেশে।
সে দেশ থেকে কেউ আর ফিরে আসতে পারে না।