আমি ওইখানটাতেই ছিলাম-তোর আয়নায়।
তুই লাল সাদা শাড়িতে,
খোপায় শিউলি গাথা,
আমার তরে লাল টিপ কপালে বুনছিলি।
ঠোটে হালকা লাল লিপস্টিক।
তোর কাজল ছাড়া চোখ,
তবুও কাজল রঙে মোড়ানো।
আমার হয়নি দেখা আজও তোকে শাড়িতে,
সাদা কাশবন ভীষণ প্রিয়,
দেখতে যাইনি অভিমানে তুই আড়িতে।
আমি আছি মনে, আজও গহীনে
জানি আমি! মানিস তুই?
ইচ্ছা প্রখর- সাধ্য কোথায়? অধিকার কিসে তোরে ছুই।
ভীষণ রকম তোকে বুকে জড়িয়ে,
শুনিস কান পেতে দেবো দরজা খুলে
অন্তরালে কত নিস্তব্ধ চিৎকার,
কত শূন্যতা – কে আছে বলি শুনিবার?