খুব শীত লাগছে,
জমে যাচ্ছি আমি,
গা ব্যাথা করছে খুব,
প্রচন্ড ব্যাথায় ঘুম ভেঙে গেলো,
মাথা বেয়ে কি যেন পড়ছে,
হালকা আলোয় বোঝা যাচ্ছে এটা রক্ত।
আমার সারা গায়ে রক্ত,
রক্তে তলিয়ে গেছে সব,
কী করবো বুঝতেছি না।
আমার হসপিটালে যাওয়া উচিৎ
মাথা চেপে ধরে হসপিটালের দিকে দৌড়াচ্ছি,
রাস্তায় কেউ নেই,
ঝাপসা হয়ে আসছে সব,
কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না
হঠাৎ গাড়ির সাথে ধাক্কা,
এবার বোধ হয় জ্ঞান হারাবো,
আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে
খুব শীত লাগছে,
জমে যাচ্ছি আমি,
গা ব্যাথা করছে খুব,
প্রচন্ড ব্যাথায় ঘুম ভেঙে গেলো,
মাথা বেয়ে কি যেন পড়ছে,
হালকা আলোয় বোঝা যাচ্ছে এটা রক্ত,
আমার সারা গায়ে রক্ত,
রক্তে তলিয়ে গেছে সব,
কী করবো বুঝতেছি না।
আমার হসপিটালে যাওয়া উচিৎ
মাথা চেপে ধরে হসপিটালের দিকে দৌঁড়াচ্ছি,
রাস্তায় কেউ নেই,
ঝাপসা হয়ে আসছে সব,
কোনদিকে যাচ্ছি বুঝতে পারছি না
হঠাৎ গাড়ির সাথে ধাক্কা,
এবার বোধ হয় জ্ঞান হারাবো,
আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে,
খুব শীত লাগছে…