অতঃপর তুমি আমার বিস্ময়ের কারন হলে না,
আর আমার সর্বনামেও যুক্ত হল না চন্দ্রবিন্দু।
হয়ত তুমি আমি আজীবন প্রশ্নচিহ্নে আবদ্ধ,
নয়তো কমা,সেমিকোলোন কিংবা কিন্তু’তে।
তোমার আমার সম্পর্কটা কেন জানি শীতের পাতার মতো
কেমন বসন্ত আসার আগেই ঝরে পড়ে যায়।
তবে আমাদের বসন্তে কখনোই গজায় না নতুন পাতা, ফোঁটে না রঙিন ফুল
হয়তো তুমি আমি ফুল চিনি না,
নয়তো জানি না কোকিল কিংবা ঘাসফুলের প্রেম
অতঃপর তুমি আমি ভালো থাকি,
মন খারাপের কাছাকাছি।
হয়তো লোকদেখানো ভিড়ে,
নয়তো নিমগ্ন হয়ে কিংবা অশ্রু লুকানো হাসিতে।