বিষন্নতা খাচ্ছে আমায় কূঁড়ে,
ভেতরে ভেতরে কেনো যাচ্ছি আজ মরে?
চারিদিকে হাহাকার, চাপা কষ্ট আর শূণ্যতা।
বসে আছি সাথে নিয়ে,
এক বুক বিষন্নতা ।
কোথাও যেন, পাই নাকো শান্তি।
এইটুকুতেই শেষ, গ্রাস করে আমায় ক্লান্তি।
হয়ে যেতে ইচ্ছে করে উদাসীন বিঘ্নতা,
বসে আছি সাথে নিয়ে,
এক বুক বিষন্নতা।
কোথাও যেন, ঠাঁই নাই বিশ্বাস।
বন্ধ হয়ে যায় কেন নিঃশ্বাস?
আঁধার কাঁটবে কবে? চন্দ্রিতা!
বসে আছি সাথে নিয়ে,
এক বুক বিষন্নতা।