ভা লো বা সা র স ং জ্ঞা
ভালোবাসা মানে হারিয়ে যাওয়া
একে অপরের হৃদয় গহ্বরে,
ভালোবাসা মানে রাত জাগা যুগল চোখ,
মননে ভেসে ওঠা প্রিয় মুখ;
ভালোবাসা মানে একটি হাতের উপর
আরেকটি বিশ্বস্ত হাত,
ভালোবাসা মানে আঙুলে আঙুল রেখে
পাশাপাশি হাঁটা বিপুল পথ;
ভালোবাসা মানে মুখে কথা নেই—
চোখে চোখে অবিরল আলাপন,
ভালোবাসা মানে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা,
ফুরিয়ে যাক তবু একটি জীবন।
অনু কবিতা
১.
খুব গোপনে, হৃদয় কোণে, মানুষ থাকে চুপ করে,
মানুষ জানে, মানুষ ভোলা কতো-টা কঠিন—
এক জীবনে, খুব করে।
২.
মানুষ জানে,
কতোটুক—
দূরত্ব বাড়ালে
প্রিয় মুখ—
হারিয়ে যায়।
৩.
নদীর মাতাল ঢেউ জানে—
পার ভেঙে নেয়া-ই মুখ্য,
মানুষ জানে, পার ভেঙে যায় যার—
তার কতো হাহাকার, কতো দুঃখ।
৪.
মাঝে মাঝেই খুব করে মনে পড়ো—
ইচ্ছে করে ভীষণ তোমাকে দেখার
তোমারও কি এমন হয়?
আমি হীন বিষন্নতা কিংবা
ফেলে আসা দিন পোড়ায় হৃদয়?