দেখেছি তোমায় আমার আঁখি খুলিয়া,
হৃদয়ে এঁকেছি ছবি বেদনা ভুলিয়া।
মন যে আমার তোমাতে ডুবেছে।
কবিতায় শুধু তোমাকে খুঁজেছে।
তোমার মায়াবী দুচোখে স্বপ্নের ঢেউ আঁকা।
শেষ বেলায় সোনালী আলোতে প্রথম দেখা।
তোমার মেঘের মতো চুল গুলো উড়েছিল পবনে।
লাল ঠোঁটে সব লুটে, আবার তাকাও নীল নয়নে।
প্রথম দেখা,
হয়ে উঠুক অজস্র লেখা,
কবিতার ঘোরে তাহার ভাবনায়।
প্রথম দেখা,
বাকি আছে অনেকটা শেখা,
যদি শব্দমালা আবার ফিরে পায়।