বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন
২০২১ সালে নির্ধারিত সেনা নিবাসে পুরুষ ও মহিলা ভর্তি পরিক্ষা শুরু হবে
- যোগত্যা: সাধার ট্রেড (জিডি),বিএনসিসি(BNCC)এবং সেনাসন্তান(SS)_পুরুষ ও মহিলা
- বয়স: ৬ এ ফ্রেব্রুয়ারি ২০২২ ইং তারিখে ১৭ বছরের কম এবং ২ বছরের বেশি গ্রহণযোগ্য হবে না।
- শিক্ষগতা যোগত্য: এসএসি/ সমমান মাদ্রাসা / কারিগরি/ উনক্ত ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীন হতে হবে।
★ বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- টেকনিক্যাল ট্রেড: ৬ এ ফ্রেব্রুয়ারি ২০২২ ইং তারিখে ১৭ বছর কম এবং ২১ বছরের বেশি হবে না।
★ কেবল ড্রাইবার ট্রেডের ক্ষেত্রে ১৮ বছরের কম এবং ২১ বছরের বেশি গ্রহণযোগ্য নয়।
- শিক্ষগত ও কারিগরি যোগত্য: এসএসসি ভোকেশনাল হতে কারিগরি বিষয় সমূহ জিপিএ ন্যূনতম ৩.০০ জিপিএ পেতে হবে।
- এসএসসি সমান (মাদ্রসা)কারিগরি/ উনুক্ত পরিক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পেতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তূক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে টেবিল ১ অনুযায়ী ন্যূনতম ৬ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য।
★★★ বিজ্ঞান বিভাগ/ডিপ্লমা প্রার্থী কে অগ্রাধিকার দেওয়া হবে।
★ ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিউট (TTTI) হতে ট্রেড কোর্স সম্পর্কৃত পুরুষ ও মহিলা প্রর্থীগণ এবং টেকনিক্যাল ট্রেড (TT) এর ক্ষেতে শুধুমাত্র পুরুষ প্রাথীগণ আবেদন করতে পারবে।
★শারীরিক যোগত্যা:
- পুরুষ প্রার্থী:
উচ্চতা:১.৬৮ মি.(৫’৬”) বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্টি ও সম্প্রদায়ের জন্য ১.৬৩মি. (৫’৪”)
ওজন:৪৯.৯০ কেজি (১১০ পাউডার)। বুক ন্যুনতম:স্বাভাবিক ০.৭৬মি.(৩০”)। স্ফীত: ০.৮১ মি(৩২”)
- মহিলা প্রার্থীদের:
উচ্চতা: ১.৬০ মি. (৫’৪”) বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্টির ও সম্প্রদায়কের ক্ষেত্রে ১.৫৬মি. (৫’১”)
ওজন: ৪৭ কেজি
বুকের: স্বাভাবিক ০.৭১ মি.(৪৮”)
স্ফীত: ০.৭৬মি.(৩০””)
★ অনলাইন আবেদন শুরু:১ ডিসেম্বর ২০২০ইং
★ আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২০ ইং