প্র ভু র প্রে ম
আ ফ সা না আ ক্তা র
আজও বুঝিতে পারি নাই,
হে মহাপ্রভু
তুমি আর কত বেশি ধাবমান
ছুটিতেছি তোমার পিছু নিশি দিনমান।
জানিবার, দেখিবার, বুঝিবার তরে
অর্ন্তলোকে রহিয়াছ তুমি
তবু চাক্ষুসে দাও না ধরা।
তুমি সর্বশক্তিমান
এই বিশ্বাসে রহিয়াছি, থাকিব চিরকাল।
বঞ্চিত করো না মোরে, তোমার দর্শন লাভে
প্রেম ভালোবাসার ধাবিতে
আর্তনাদ করি বারে বারে।
পূর্ণ কর মম আশা,
নতুবা সৃজিলে কেন প্রেম ভালোবাসা।
কি নামে ডাকিতে হয়, শিখাও আমারে
না শিখাইলে কোন নামে ডাকিব তোমারে।
ডাকিলে পাইবো সাড়া তুমি যে মহান,
তোমারে ডাকিবার জন্য সৃৃজিয়াছ সায়াল সংসার।
কি নামে ডাকিতে হয়,
কি নামে জপিতে হয়,
কি নামে ভাবিতে হয়।
কি রূপে করিয়াছে ধ্যান হেরাগুহায়।
ধ্যানে মগ্ন প্রেমেসিক্ত সজল নয়নে,
নিশ্চয়ই দিয়াছ দেখা প্রেমের কারণে!
প্রেমের অনলে পুড়ি, বুঝিয়া না বুঝি
অশ্রু জলে সিক্ত করি নয়ন যুগল,
অশ্রু জলে ভেসে যায় ভেষন-ভূষন।
আর্তনাদে চিৎকার করি আাবেগের কারণ!
দেখা দিয়া দুঃখহরণ, প্রেম দিয়া মোরে,
নতুবা প্রেমের খেলা রবে না ভুবনে।