Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

কবিতা: পিতার বিধ্বস্ত হৃদয় || নোমান আব্দুল্লাহ

অঙ্কন ডেস্ক / ৮৬ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

 

এখন আর তুমি মুগ্ধকরা হাসি হাসবে না,
ঠোঁটে পড়বে না কোনো আবেগের ভাঁজ
এখন তুমি নিভাঁজ ঘুমে আচ্ছন্ন
রাত দুপুরে আর কখনো জাগাবে না
কখনো আর ঘুমের গানও গাইতে হবে না
কখনো কি আর বুকে উড়ে আসবে না?

 

 

খেলনা গুলো দেখ ছড়িয়ে পড়ে আছে
তার পাশে আমিও দাঁড়িয়ে ঠাঁই
হয় তো আরেকটি অট্টালিকার খুঁটি
তুমি ঘুমিয়ে নিলে শ্রান্তির অবসান আর
আমার শিরা উপশিরা দুমড়ে মুচড়ে যায়।

 

 

দৃশ্যটা কি নির্মমভাবে আটকায় আমায়!
অমাবস্যার চাদরে আচ্ছাদিত রাত
নিভুনিভু জ্বলে শিয়রে তেলের বাতি
নিদারুণ আকঁড়ে ধরছে দৃশ্যপটের হাত
ছুটে যেতে চাই, ফেরারি হয়ে কেউ।

 

 

জমাটবদ্ধ হৃদয়ের রক্ত স্রোত,বিগলিত হয়
কানে ঢুকে আসে বিধ্বস্ত শহরের চিৎকার
মস্তিষ্ক প্রকাশ করতে চায় তার নিরবতা
বাবা, বাবা ডাকা সুরে আনমনে ভাসে মন
সে সুরই গ্রাস করছে পিতার বিধ্বস্ত হৃদয়।

 

 


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com