অ্যাটিকাস একজন কানাডিয়ান কবি। তার দ্য ডার্ক বিটুইন স্টারস এবং দ্য ট্রুথ অ্যাট ম্যাজিক বইগুলি তাৎক্ষণিকভাবে নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলার বইয়ের তালিকায় স্থান করে নেয়। অ্যাটিকাস প্রেম, সম্পর্ক এবং অ্যাডভেঞ্চারের থিমগুলিকে অন্তর্ভুক্ত করে কবিতা লেখেন।
প্র তি দা ন
যখন আমি ছোট্ট ছিলাম
একটি মেয়েকে ভালোবেসে বৃক্ষে
খোদাই করেছিলাম তার নাম।
এবং বড় হতে হতে আমি
তাই করতে লাগলাম।
অবশেষে আমার হলো
হাজার স্মৃতি নিয়ে তার নাম খোদাই করা
বৃক্ষের সমারোহ একটি বন
এবং ক্ষতবিক্ষত একটি হৃদয়।
বি শৃ ঙ্খ লা
তাকে বললাম, আমি এই পৃথিবীতে হারিয়েছিলাম
শুনে সে হাসলো, কারণ সেও তো তাই।
এরকম আমরা সবাই হারাই
অথচ, সে হারানোর দ্বার দারি না।
এমন বিশৃঙ্খলাতেই আমরা
একে অপরকে খুঁজে পাই।
তো মা কে চা ই
কখনো তোমাকে অল্প বিস্তর চাই না।
আমি তোমাকে সর্বস্ব চাই,
ভালো এবং মন্দে
প্রতিটি শেষ বসন্তে।
আ দি অ ন্ত
তোমার আঁধার রজনী, আলোকিত সকাল
দুই’ই আমি দেখেছি।
এবং জানাতে চাই তোমাকে
চিরদিন তোমারই থাকবো
সন্ধ্যে বেলাতেও তোমাকে ভালোবেসে।
- ভাষান্তর: আতহার বাবরুল, সম্পাদক, অঙ্কন।