Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

জন্মদিনে কবি এস.ডি সুব্রত’র কবিতা

অঙ্কন ডেস্ক / ১৫২ বার
আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

কবি এস. ডি সুব্রত। আজ তার জন্মদিন । কবির জন্মদিনে অঙ্কন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইলো।

 

কবি এস. ডি সুব্রত’ র তিনটি কবিতা

 

 

ব স বা স

ছোঁয়া যায় না কভু
বুকের গভীরে অনিমেষ অনুভব তবু
যত দূরেই থাক
ছায়া পড়ে  অজান্তেই মনের দেয়ালে।

না পাওয়ার দুঃখগুলো
পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়
যতই দূরে রাখ
আমার অবিরাম বসবাস তোমার আকাশে।

 

 

 

 ই চ্ছে  খু ব

ইচ্ছে খুব
তোমাতে নিমগ্ন হবার
যতদিন শিরা উপশিরা চলে
স্পন্দন বুকের গভীরে।

যেখানেই থাকি কাছে কিংবা দূরে
অনুভবগুলো যতক্ষণ স্বপ্নের পথে ধাবিত করে।

 

ইচ্ছে খুব
থাকতে তোমার অনুভূতির অদৃশ্য পরশে
কাজে কিংবা অকাজে খবর নিতে
দুঃখগুলো উড়িয়ে দিতে দূর দিগন্ত সীমায়
এক অসীম আকুলতায়
অনাবিল স্বপ্নের আবেশে হারিয়ে যেতে।

 

 

পু ড়ে  ম নো ভূ মি

মিছে মায়াজাল অলীক স্বপ্নসাধ
খবর বিহীন বিরহী প্রহর
কাছের মানুষ বড় আনমনা
এখন ব্যস্ত ভীষণ।

আবেগী সময়ে বিশাল শূণ্যতা
তবু এগিয়ে যাওয়া
অধরা শান্তির শীতল বারি
নোনা জলে সান্ত্বনা
প্রত্যাশার অনলে হায় অনিমেষ
পুড়ে শুধু মনোভূমি।

 

 


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com