দেখো, একদিন বিদায় নেবো
তোমাদের সবার থেকে, এই পৃথিবী থেকে
উত্তরাধিকারে পাওয়া কোনো নির্ধারিত
অধিকার ধরে
সেই অদেখা যাত্রার পথে, অবধারিত
মৃত্যুর সাথে
তমসা দিবসের অসীমতা আমায় ঘিরে
ধরবে
আমায় অভিবাদন জানাবে মৃত্যুপুরীর দূত
দ্বয়
আমি তাদের চিনতে পারব তবু তারা চিনতে চাইবে না, অপরিচিত হয়ে রবে
তারা আমার উত্তর চাইবে সেই ফাঁস কৃত
তিন প্রশ্নের
অতঃপর আমাকে দেওয়া হবে কলহাস্যময়তা কিংবা তমসা ঘেরা ঘর
একা পড়ে রব, বাঁশে ঘেরা মৃত্তিকার
দেয়ালের পরে
তোমাদের থেকে খুব বেশি দূরে নয়, সবে সাড়ে তিনহাত গভীরতায় সেটা
তবু যেন পড়ে রব বহুদূরে, শত সহস্র কিংবা অসীমের কোনো এক কোণে
আর তোমাদের ভাবনার ফাঁকে, এক লেশ
আনমনা চিন্তার ভীরে
সেখানে আমাকে কখনও খুঁজবে কি?
দেখতে যাবে কি আমার বাঁশের তৈরি
বাড়ি ধারে?