- Angkaan - https://angkaan.com -

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় নোবিপ্রবির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মোহাম্মদ (স.) এবং ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইএসডিএম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রতিক মজুমদার ও একই বর্ষের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী দীপ্ত পালকে বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বুধবার, ২৮ অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার (অ: দা:) প্রফেসর ড. মো. আবুল হোসেন ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দীন’ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়।

 

উল্লেখ্য, প্রতিক মজুমদার ও দীপ্ত পালকে বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীরা গতকাল থেকে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।