ছদ্মবেশ
- (ক)
অতঃপর,
ঘুম আমার ধারে-কাছেও এলো না।
‘চিন্তা’ নামে কিছু ছদ্মবেশী অভিশাপ বহন করতে করতে
আমার প্রণয়কালের বয়স এতোটাই বেড়ে গেলো
যেনো,
মৃত্যুর লাগাম ছুঁই ছুঁই।
- (খ)
অসমাপ্ত পংক্তিরা সব—ভির জমিয়েছে মনে,
আপনি বিনে দেহ পোড়ে
এমন শুভক্ষণে
- (গ)
আপনার ব্যর্থতায় কেনো জানি না
নিজেকে করিয়াছি শামিল,
বৃষ্টি মুখর এই শহরে—
আকাশ আর ছড়ায় না বিমোহিত নীল।
- (ঘ)
আপনার অর্বাচীন বদলে যাওয়া সহস্র মুখোশের ভিরে,
আমিই কেবল ঢেকে রাখি—
আগলে রাখি—
স্মৃতিগুলো চিরতরে।
- (ঙ)
নিষ্প্রভ স্মৃতিগুলো অমলিন রহস্য হয়েই থাক,
কেউ জানেনি…..আপনিও না!
হৃদয়ে বাসা বেঁধেছে দৃষ্টি খেঁকো বাবুই এক ঝাঁক।