কবি কালিদাস রায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কার রবীন্দ্র অনুসারী একাধারে বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং একাডেমিক বই রচয়িতা। তিনি ১৮৮৯ সালের ২২ জুন বর্ধমান জেলার কড়ুই গ্রামে জন্মগ্রহণ করেন। কর্ম জীবনে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক।
রবীন্দ্র ভাবধারায় কাব্য চর্চার মাধ্যমে সাহিত্য প্রবেশ করলেও তিনি বেশকিছু প্রবন্ধ, ছোটগল্প, রম্য রচনা এবং শিশু তোষ সাহিত্য রচনা করেন। ১৯০৮ সালে তার প্রথম কাব্য গ্রন্থ কুন্দ প্রকাশিত হয়।
সাহিত্য কর্মে বিশেষ অবদানের জন্য কবি কালিদাস আনন্দ পুরষ্কারে ভূষিত হন। বাংলা সাহিত্যের বলিষ্ঠ এই কবি ১৯৭৫ সালের ২৫ অক্টোবর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।