জীবনলিপি
মে হে দী হা সা ন সৌ র
জীবন ফুরিয়ে যায়
টঙয়ের রঙচটা চায়ের কাপে, অলিগলির রিকশার সিটে,
অন্ধ ভিখারির হাতে দশ টাকার নোটে,
অথবা ঘামে ভেজা কপালের টলটলে রোদে
জীবন ফুরিয়ে যায়।
বৃষ্টি দিনের খিচুড়ি, মরিচ ডলা, ইলিশ ভাজা,
দুপুরের আরামে কাথা মুড়ি দেয়া ঘুমে
আর বিকেলের চটপটি, ফুচকা, ভেলপুরি, আইসক্রিমে
কখনো বা বিষন্ন নিকোটিনের ধোঁয়ায়, সন্ধ্যা কুয়াশায়
জীবন ফুরিয়ে যায়।
গেরুয়া রাতের পার্টি, এলিট ক্লাব, বরফ ঠাসা গ্লাসে
লেট করে ঘরে ফেরা, মাথা ধরা, ঘুমন্ত লাশে
কিংবা ঐ আরাম কেদারায়, অবাধ্য বিছানায়,
জীবন ফুরিয়ে যায়।
ফুরিয়ে যায় রে জীবন! যেমন তেমন করে!
ফেরারি সংসারে, প্রেম অপ্রেমের নীড়ে
নেশার মায়াজালে, প্রেয়সীর হাসি, গালের টোলে,
খেয়ালে বেখেয়ালে, বেলা অবেলায়,
সব শেষ হয়ে যায়, জীবন ফুরায়ে যায়।