Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

এম. আর সুমন’এর কবিতা ঘুমহীন রাত

অঙ্কন ডেস্ক / ১১১ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

 

 

আমার ঘুমহীন রাত,
স্নিগ্ধ বাতাস,
জানালার ফাঁকে ফাঁকে সূর্যের উঁকিঝুঁকি।

আমার ঘুমহীন রাত,
ক্লান্ত দুপুর, চিন্তিত মস্তিষ্ক, এলেমেলো  মাথার চুল।

 

 

আমার ঘুমহীন রাত,
পড়ন্ত বিকেল, ভবঘুরে জীবন, কর্মহীনতা।

আমার ঘুমহীন রাত,
ডিম লাইটের আলোয় মোবাইলের স্ক্রিনে,
চাকরির বিজ্ঞাপন খুঁজতে থাকা মন।

আমার ঘুমহীন রাত,
হাতে এম. আর সুমনের একদিনের প্রেম কিংবা আবুল মনসুরের রাজনীতির পঞ্চাশ বছর।

 

আমার ঘুমহীন রাত,
এলোমেলো চুল, উষ্কখুষ্ক মুখ, ছেঁড়া চটি, শূন্য পেট।

আমার ঘুমহীন রাত
একলা পথ একলা চলা, দীর্ঘ নিশ্বাস।

আমার ঘুমহীন রাত,
চিন্তাশীলতায় মগ্ন, চাকরি, পরিবার, ব্যস্ত জীবন।

 

আমার ঘুমহীন রাত,
সকাল ১০ টায় প্রতীক্ষিত ভাইভার অপেক্ষায়।

আমার ঘুমহীন রাত,
প্রিয়তমা, প্রিয়সীর জন্য নয়,
নয় কোন স্বপ্নচারিতার সাথে আলিঙ্গন।

একটি প্রতীক্ষিত ভাইভা,
আমার একটি ঘুমহীন রাত।

 

 


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com