লিমেরিক
বাবুই পাখির ছোট্ট নীড়ে
১৬ কোটি মানুষের ভীড়ে
তুমি আছো,
তুমি বাঁচো,
স্বপ্ন আমার মা, তোমায় ঘিরে।
আঁধার
অগ্নিগিরি তোমার চোখ
আমি শংকিত হই তোমার
ছায়ার আঁধার দেখে।
সে আঁধার নামিয়ে
উঠাবো সন্ধ্যা তারা।
আমিত্ব
মাঝে মাঝে মনে হয়
একটু না হয় স্বার্থপর হবো আমি
৪৪ ধারা ভঙ্গ করে হবো বেপরোয়া কঠিন।
কিন্তু তা আর হয়ে ওঠে না,
আমিত্বের কারনে।
প্রতীক্ষা
ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে আজ
খেয়া পার হবার পালা।
ওপাড়ে কঠিন জবাবদিহির আশঙ্কায়
শৃংঙ্খলাবদ্ধ আমি।