অভিশপ্ত ভালোবাসা
(১)
একটা আক্রান্ত হৃদয়ে
একজীবন অবসাদ লালন করেও
তোমার অভিশাপ থেকে মুক্ত হতে পারি নি।
এই বিবর্ণ শহরে—তোমার অভিশপ্ত দেহের গল্প বলার মতো
কেবলই একজন আমি ছিলাম,
আর তাই হয়’তো-একটা হৃদয়কে অনলে পুড়ে
চিরতরে ভষ্ম করে দিলে।
(২)
তারপর একদিন—
আমি ফিরে এসে হিসেব চাইবো,
আমাকে অকারণেই ছেড়ে যাওয়ার হিসেব।
কিংবা
বিপরীত ঠোঁটে উজাড় করা
প্রত্যেকটা চুমুর হিসেব।
(৩)
তুমি আমার সমীহ দেখো—
তুমি অপলক আমার প্রণয় দেখো—
তুমি আমার ভয় ও মুগ্ধতা দেখো—
সর্বপুরী,
এই অভিশপ্ত চোখে-তুমি আমায় দেখো।
(৪)
আমার প্রেমিকা হওয়ার যোগ্যতায়
তোমার অভিশপ্ত হৃদয়—
বড্ড বেশি অযোগ্য।
(৫)
তোমার বিশুদ্ধতায়—হৃদয় পঁচে গেছে |