নিশা, তোমার সুদীর্ঘ সময় ঘোড়ার বিপরীতে আমি
মূলত— একটা পরিত্যক্ত ডাস্টবিন কিংবা মৃত কবর।
দৃশ্যত— উড়ছে বিষাদের প্রশস্ত ডানা, কুকুর হয়ে বইছি ব্যর্থ মনুষ্যপ্রাণ। পায়রার খোপ ছেড়ে পালাতে গিয়ে ভুলত হোচট খেয়ে পড়ে গ্যাছি কৃত্রিম গর্তে। অন্ধকারের মিহিন সেলাই ঠোঁটে তুলে জোরপূর্বক উঠছি পাহাড়ের চূড়ায়!
লাফ দিতে পারছি না, ভয়ের করাল গ্রাস আমাকে গিলে নিচ্ছে একটু একটু করে,কাঁপুনি দিয়ে জ্বর আসছে মৃত্যুভয়ের…
তবুও ভয় হয় যদি নিঃশব্দে ঝরে যাও দুপুরচণ্ডী (নিশা)!