আমার কাছে আপনি
চঞ্চল হাওলাদার
মেঘের আভেসে ছেয়ে, চেয়ে আছে আপনার নয়ন।
কত শত স্বপ্ন ভরা চন্দ্র, তারা করেছেন চয়ন!
কি জানি কোথা হতে পেলেন এই মায়া অনন্ত।
হৃদয়ে মোর বিঁধিল সে মায়া,প্রান হলো শান্ত।
আপনার মুখভাব যেন বসন্তের স্বভাব।
নব নব সুদর্শন মোরে করে দেয় নিরব।
ওষ্ঠে কি শুভ্র ভাব যেন শিশিরে সিক্ত।
তব কথা বলা স্নিগ্ধ ভয়হীন মুক্ত।
আমি হবো আলো আমি হবো কালো,
আপনার রুপে, আপনার কেশে।
আশাটি আপনাতে উদিত হলো,
ভালোবেসে, ভালোবেসে, ভালোবেসে।