এ কোন জন্মে জম্মেছি হায়
চারদিকে হয় পেশাচের ভয়।
এ কোন বাঁশি হাতে তুলিয়াছে
সুর নাহি তুলিতে পারি।
চতুঃপার্শ্বে নর পিশাচ
ক্ষমতার তর করে সে চাষ।
মায়ের দেশে মায়ের কান্না
চোখে অশ্রু কেউ দেখে না।
যতোই ভাবি দেখবো রাশি
বাঁশির সুরে রাখবো ঠাসি।
বাজেনা আর ফাটা বাঁশি
সবখানে হয় একই রাশি।
মানব সৃষ্টি দৃষ্টি প্রেম
তাই তো মহান গড়েছে ফ্রেম।
তবে কেনো এমন আহাজারি?
এসেছে আজ জগতে মহামারি।
আকাশে প্রদীপ প্রজ্বলিত করো হে মানব জাতি।
দ্বীনের আলো ছড়িয়ে পড়ুক তোমার প্রতি।
মানবতায় বাধিয়ে মুখ
আলোকিত হয়ে উঠুক চির সবুজ।