মা বোনদের সম্মান হানি
হচ্ছে আজি দেশে,
কাপড় টেনে ইজ্জত লুটে
জানোয়ারের বেশে।
মধ্য যুগীয় কায়দায় যেন
করছে নির্যাতন,
কলঙ্কিত আজ মানব জাতি
ঘৃণ্য আচরণ।
হায়া, মায়া ওঠে গেছে
মানুষ নেই আজ খাঁটি,
বিবেক মাঝে ধরছে পঁচন
ধর্ষিত মা, মাটি।
সম্মান হারা মায়ের চিৎকার
তোমরা কেউ কি শুনো,
মায়ের সম্মান বুঝে দিতে
নতুন স্বপ্ন বুনো।
সম্মান হানি আর না হয়
করো প্রতিবাদ,
এ দেশ থেকে ধর্ষকদের
করো উৎখাত।