Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

কবিতা: বেসামাল ধর্ষণ || জোবায়ের জুবেল

অঙ্কন ডেস্ক / ১০৬ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

 

নারীরা কি হয়ে গেল বাজারের পণ্য?
ধর্ষণে বেসামাল চারিদিক শুন্য,
সিরিয়াল লেগে আছে সিলগালা ধন্য
পশুদের লাফালাফি দরদাম ক্ষুন্ন।

প্রশাসন বসে থাকে বল কার জন্য?
দোষ কার ভেবে হয় জাতি জরাজীর্ণ,
অভাগীর দূর্দশা ঘটে প্রতি দৈন্য
নিশ্চুপ মানবতা বিবেকের কর্ণ।

মাথা নিচু তবু পায় সকলের মান্য!
লাজ নেই বেহায়ার যেন করে পূণ্য,
দেশবাসী ভুলে যায় হয়ে মনঃক্ষুন্ন
বিচারের দীর্ঘতা অসহায় সৈন্য।

পিছে তার নীতি কথা সম্মুখে মৌন
চোখ জোড়া সানগ্লাসে সবকিছু যৌন,
এতদিন চলেছিল উৎসবে গৌণ
শহীদের বৃথা লাশ স্বাধীনতা চূর্ণ।

৪৩০ ডি ব্লক, খোজার খলা
সিলেট সদর, সিলেট।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com