Logo
নোটিশ ::
আপনার যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।আমাদের ইমেইল: hello.atharb@gmail.com

নারী’কে নিয়ে তাসিনের কবিতা

অঙ্কন ডেস্ক / ১৩৩ বার
আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

 

 

নারী,
তুমি মহীয়সী
তুমি বীরাঙ্গনা।
কেন তুমি শয়ে যাও নিরবে,
বিভৎস ভৎসনা!

 

সাজ নয় হোক ;
সাহস তোমার গহনা।

লড়তে হবে তোমাকে আজ,,
পেতে অধিকার।

চুড়ি আর টিপ ফেলে দাও,
তুলে নাও তলোয়ার।

শক্ত কর হাতের বাহু,
শক্ত কর হাত।

শত্রু এলেই আক্রমণে;
করতে প্রতিঘাত ।

 

নারী তুমি ভাগ্য লক্ষী
তুমি-ই কলঙ্কিনী ;

তুমি-ই আবার জন্মদাত্রী,
তাই তোমার কাছে ঋণী।

 

 

  • তারিখঃ ০৩/১০/২০২০
    সময়ঃ রাত ৯ টা।

 


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com