বলা হয়নি আজ অব্দি
কাউকে ভালবাসার কথা,
হঠাৎ কে তুই করলি আমায়
তুমিতে আত্মহারা।
তোমার সাথে কথা হলো, এক পথে হাটা হলো,
সেদিন কার কথা কি তোমার মনে পড়ে?
আমি খুব লাজুক ভঙ্গিতে তোমার দিকে না তাকিয়ে কথা বলছিলাম;
তুমি বললে,
তুমি কি আমায় ভালবাসো?
আমি বললাম, হ্যাঁ
তুমি বললে, তাহলে আমার চোখ চোখ রেখে কথা বলছো না কেন ?
আমি বললাম,
আমার খুব লজ্জা লাগে।
তুমি বললে, ভালবাসার মানুষের কাছে লজ্জা করতে নেই;
সত্যি বলতে আজ আমার লজ্জা নেই।
কিন্তু সেই তুমিও নেই,
জানো আজ আমি প্রেম করে বেড়াই
অচেনা শহরের, অচেনা মেয়ের সাথে।
শুধু তুমি নেই!