একলা একা বিষন্ন মন
জানি না কি যে হবে কখন,
ঘুর অন্ধকার হতাশায় ডুবে
সুখের সূর্য কভু উঠে নাকো পূবে।
যেদিক পানে চাই শুধু ধোয়াসাই
কোন খানে যেনো জন মানব নাই।
বিষন্ন এই মন মোর হায়
নিয়তির খেলা বুজা বড় দায়।
ললাটে যা আছে লেখা
মেনে নিতে হবে একা।
সকাল সাঝে শত কাজের মাঝে
যত ব্যর্থতার সুর প্রাণে বাজে।
অবশেষে স্বস্থি মিলে
দেখে হস্তের পঞ্চ আঙ্গুলে।
হস্তের আঙ্গুলি যেমন নহে সমান
তেমনি নহে সকলের কাজের মান
স্তরে স্তরে থরে বিথরে
যোগ্যতা বিচার করে
যেমন করিব কর্ম ক্লেশে
তাহার ফল মিলবে অবশেষে ।