কত বার দেখেছি রাখিনি তার হিসাব।
করিয়াছি প্রকাশ যখন যেমন ভাব।
চক্ষু মোর নেশায় বিভোর নিরন্তর হয়ে।
রাখিয়াছো তোমার রূপে নীল পদ্ম ফোটায়ে।
যাহা দিয়েছো চোখেতে মোর আকাশ মিলেগেছে।
দেখা হলোনা কভু শেষ শুধু তোমায় খুঁজেছে।
আকাশের চন্দ্র গ্রহ আর যহা আছে সমগ্র।
তুমি আছো চিত্তে,নৃত্যে অন্তরে আমাতে সর্বত্র।
সাগরের জল করে জীবন সবল চিরদিন।
লিখেরাখে কি কভু জমানো সহস্র তাহার ঋন।
আঁখিটি আমার কাজল মায়ায় বাঁধিয়া রাখে।
ঠিক ততবার তায় যতবার তোমায় দেখে।