হে বঙ্গ কন্যা,
তুমি নির্ভীক সাহসী
তুমি সত্যের সন্ধানী
তুমি উন্নয়নের প্রতিক।
হে বঙ্গ কন্যা,
তুমি মানবতাবাদী,
তুমি এক মমতাময়ী,
তুমি বাঙ্গালি জাতির প্রত্যাশা।
হে বঙ্গ কন্যা,
তুমি দেশনেত্রী,
তুমি বাঙ্গালির অভিভাবক,
তুমি এক নিবেদিত প্রাণ।
হে বঙ্গ কন্যা,
তুমি জাতির আকাংখা,
তুমি জাতির স্বপ্নদ্রষ্টা,
তুমি এক উজ্জল নক্ষত্র।
হে বঙ্গ কন্যা,
তুমি এক বিপ্লবী নেতা,
তুমি সফল রাষ্ট্র নায়ক,
তুমি দেশ গড়ার কারিগর।
হে বঙ্গ কন্যা,
তুমি উন্নয়নের রূপকার,
তুমি এক মহিয়সী নারী,
তুমি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী।