আমি যে ছেলেটাকে ভালোবাসি সে রজনীগন্ধার মতো।
কাননে ফুটে থাকা হাজারো রজনীগন্ধা যেমন সুভাস ছড়ায়,ছেলেটিও তেমন।
তার সুভাসে ডুবে থাকি আমি!
আমি যে ছেলেটাকে ভালোবাসি, সে ছেলেটা আমায় নিয়ে কোনোদিন কোনো ফাঁকা বাড়িতে যেতে চায়নি।
হাতের আঙুলগুলো ধরে দুজন মিলে একটু হাটতে পারলেই সে খুশি!
আমি যে ছেলেটাকে ভালোবাসি, সে ছেলেটা আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার বায়না করে না।
গভীর রাতে ফিসফিসিয়ে ভালবাসি বললেই তার মহা আনন্দ!
আমি যে ছেলেটাকে ভালোবাসি তার দূর দূরান্তে আমায় নিয়ে ঘুরতে যাবার ইচ্ছে নেই, রিকশায় চড়িয়ে একটা দিন শহর দেখতে পারলেই সে ভীষণ খুশী!
আমি যে ছেলেটাকে ভালোবাসি তার সাথে হয়তো পুরো পৃথিবী দেখা হবে না আমার, তবে তার চোখের দিকে তাকালেই পুরো পৃথিবী দেখা হয়ে যায় আমার!
আমি যে ছেলেটাকে ভালোবাসি তার ভালোবাসার বিশালত্বের কাছে আমি অতিব ক্ষুদ্র, কিন্তু তার কাছে আমিই তার পৃথিবী!
আমি যে ছেলেটাকে ভালোবাসি, কেবল তাকেই ভালোবাসি, তার ভালো খারাপ সবটুকুকেই ভালোবাসি। ভালোবাসি আর ভালোবাসি!!