রক্ষক ভক্ষক হয়ে ঘুরে বেড়ায় মানুষ রূপি,
বলবো তাদের কথা আজ আমি অপ্রিয় চুপিচুপি।
প্রথমেই বলবো কতিপয় আইন শৃংঙ্খলা রক্ষাকারীর কথা,
যারা টাকার জন্য তিল থেকে তাল মেলাতে সাজায় মিথ্যা।
টাকার জন্য সাধারণ মানুষের পকেটে গুজে দিয়ে নেশার দ্রব্য,
চাকরি টাকা উশুল আদায়ে বিকল্প ধারার এটাই যাদের কর্তব্য।
অমানুষের ভিড়ে ওরাই মানুষ মুখোশধারী সব
রুগীকে জিম্মি করে ব্যবসায়ী ডাক্তার সাহেব।
লাশ নিয়ে ব্যবসা চালায় অশিক্ষায় শিক্ষিত রক্ষক,
বুঝতে পারে না কৌশল শিক্ষায় শিক্ষিত সাধারণ লোক।
বড় বড় হসপিটালে সিট দখলে ব্যবসায়ী নাশ,
মুখে এক আর অন্তরে রুগী রক্তক্ষয়ী চাষ।
সেবা নামক ধর্মের ঢাক ওদের নামে যুক্ত,
কথা আর কাজ অমানবিক মানসিকভাবে শক্ত।
পঙ্গু অকেজো মানুষের ভিক্ষার টাকা পায় যারা চাঁদা,
এদেশে উচ্চতর সেন্টারের আমলারা যাদের ডাকি দাদা।
এদেশের স্বাধীনতা বলে দাদাদের ছেলে হলে সাত খুন ধর্ষণ মাফ,
উকিলদের মিথ্যের কাছে অসহায় মানুষের মৃত্যু শুধুই অনুতাপ।
রচনাকাল – ২৫ \ ০৯ \ ২০২০ ইং