ফুটিয়া ওঠে ফুলক নতুন ডগায়,
সাজে যেন মাধূর্য চোখ না ফেরাবার।
তাহাতে বার বার মন প্রান হারায়,
আঁখিখানা খুলিয়া বারেক দেখিবার।
ঝড়িয়া যায় পুষ্প লুটায় মাটি তলে,
কেউ কুড়ায় কেউ ফেলে দেয় তাহারে।
মায়া মোর বুঝিতে দেইনা। লিপ্ত ছলে,
মম ছায়া সদা দারায়েছে তব দ্বারে।
দিবসে দিবসে ঋণ বাড়ায় দূরত্ব,
সহিতে পারি না যে, বেদনায় অক্লান্ত।
ফুলক নই আমি,আমি আসিবো নিত্য
হৃদয়ে হৃদয় মিশে হয়ে যায় শান্ত।
তব হৃদয় হতে আমি যদি হারায়,
মনে রেখো আসিবো নবত্তে পুনরায়।